Arthroplasty Operation – Case Id: A2001
আজ আমাদের কাছে তীব্র পায়ে ব্যথা নিয়ে এসেছিলেন ৮৫ বছর বয়সী মা সালেহা খাতুন। তার সাথে কথা বলে আমরা জানতে পারি তিনি বাসায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। বয়স্ক মহিলাদের ইস্ট্রজেন নামক হরমোন কম থাকায় এবং ক্যালসিয়ামের অভাব থাকায় তাদের হাড়ের ঘনত্ব কমে যায়, যার ফলে তাদের হাড় চিকন ও দুর্বল হয়ে পরে। একারনে বয়স্করা পড়ে গেলে বা আঘাত পেলে সহজেই তাদের হাড় ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সালেহা খাতুনের বেলায়ও আমাদের একই সন্দেহ হয় আর তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তাকে এক্সরে করতে দেয়া হয়।

এক্সরে রিপোর্টে দেখা যায় closed fracture neck of the femur (left)। অর্থাৎ তার বাম পায়ের ফিমার ও হিপ বোনের সংযোগস্থানের ঠিক নিচের অংশের ফিমারে ফ্র্যাকচার ধরা পড়েছে। এ ধরনের ফ্র্যাকচারের কারনে ফিমারের সাথে হিপবোনের সম্পূর্ণ জয়েন্ট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আহত পায়ের উপর ভর দিলে অত্যন্ত তীব্র ব্যাথা সহ অবস্থার আরও অবনতি ঘটতে পারে। তাই সালেহা খাতুনের অতিসত্বর চিকিৎসার আওতায় আনা জরুরি হয়ে পড়ে।
সালেহা খাতুনের এই সমস্যাটির সমাধান করার জন্য একটি জটিল অপারেশন করে হিপ পুনর্গঠন করতে হয় যেখানে ফিমারের মাথা এবং ঘাড় একটি কৃত্রিম অঙ্গ দিয়ে পুনর্গঠন করে প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটিকে বলে Arthoplasty। প্রাইভেট হাসপাতাল – প্র এক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে এই জটিল অপারেশনটি সম্পন্ন করেন সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া (MBBS, MS (ortho) ডিগ্রি সম্পন্ন) স্যার । সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যার তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও দক্ষতা দিয়ে আল্লাহের অশেষ রহমতে সালেহা খাতুনের অপারেশনটি সফলতার সাথে সম্পন্ন করেছেন, তার জন্য আমরা তাকে জানাই অভিনন্দন।

আমরা আশা করি সম্পূর্ণ বেড রেস্টে থাকলে এবং আমাদের সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়ার নির্দেশনা সঠিকভাবে মেনে চললে সালেহা খাতুন ৩ মাসের মধ্যে সম্পূর্ণরূপে সেরে উঠবেন এবং সুস্থভাবে চলাফেরা করতে পারবেন ইন-শা-আল্লাহ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি একইসাথে সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের দক্ষতা ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের একটি সফল অপারেশন – ৭০ বছর বয়সের কেরানিগঞ্জের সুফিয়া বেগমের বিস্তারিত। …..
বেলালের স্বাভাবিক জীবনে পুনঃযাত্রা – সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের সহয়তায় বিস্তারিত। …..
- All Cases
- All Chambers
- All Services
- All Social Media Post
- Appointment
- Blog page
- Home Page
- Online Consultation
আরো Arthroplasty Operation নিয়ে জানতে আমাদের নিচের দেওয়া ফেইজবুক পেইজ ভিজিট করুন।










