Trauma Operation – Case Id: T1001
সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের একটি সফল অপারেশন –
“সুফিয়া বেগম, বয়স ৭০ বছর, ঢাকার কেরানিগঞ্জ এলাকার বাসিন্দা। সারাজীবন স্বাস্থ্যকর জীবনযাপন করলেও বয়সের সাথে সাথে তিনি রক্তশুন্যতা ও উচ্চরক্তচাপের মতো বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে পড়েন। বয়ষ্ক অবস্থায় দূর্ঘটনায় পড়ে গিয়ে তার নিতম্বে ফাটলের সৃষ্টি হয়। এর কারণে তিনি নিতম্বে তীব্র ব্যথা অনুভব করছিলেন। দাঁড়াতে না পারা, শরীরের ভারসাম্য বজায় রাখতে ও নড়াচড়া করতে কষ্ট হওয়ার মতো লক্ষণগুলোও তার মধ্যে দেখা দিয়েছিল। পরবর্তীতে এক্সরে পরীক্ষার মাধ্যমে তার Closed Intertrochanteric Fracture (ক্লোজড ইন্টারট্রোক্যান্টেরিক ফ্র্যাকচার) ধরা পড়ে।


৬০ বছরের বেশি বয়সী অনেক মহিলার ক্ষেত্রেই পড়ে গিয়ে ব্যথা পাওয়ার কারণে এই ধরণের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তবে আগে থেকে যাদের হাড়ক্ষয় (osteoporosis) থাকে, তারা ইন্টারট্রোক্যান্টেরিক ফ্র্যাকচারের আরও বেশি ঝুঁকির মধ্যে থাকেন।
ইন্টারট্রোক্যান্টেরিক ফ্র্যাকচার এর জন্যে সার্জারি হলো সবচেয়ে সাধারণ চিকিৎসা। সফল সার্জারির পর এই ধরণের ফ্র্যাকচার থেকে সেরে উঠতে সাধারণত তিন মাস বা তার কিছু বেশি সময় লাগে।
সুফিয়া বেগমের পরিবার তাকে সার্জারীর জন্যে অতিসত্বর হাসপাতালে ভর্তি করেন। সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের দক্ষ হাতে অপারেশনটি সম্পন্ন হয়। তিনি বিশেষ ভাবে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ। সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইমদাদুল হক ভূঁইয়া – MBBS, MS (ortho) ডিগ্রি সম্পন্ন। বর্তমানে তিনি NITOR এর অর্থোপেডিক্স বিভাগে পরামর্শদাতা হিসেবে কর্মরত আছেন। অত্যন্ত নৈপূণ্যের সাথে তিনি অপারেশন গুলো সম্পন্ন করেন। এই অপারেশনে ORIF by DHS with derotation পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ্, অত্যন্ত সফলতার সাথে অপারেশটি সম্পন্ন হয়েছে এবং সুফিয়া বেগম সুস্থ আছেন। সুফিয়া বেগমকে অপারেশন পরবর্তী চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে যার মাধ্যমে আশা করা যায় যে তিনি খুব শীঘ্রই আগের মতো সুস্থভাবে চলাফেরা করতে পারবেন।
সুফিয়া বেগমের এই সফল অপারেশনের জন্যে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যার অসামান্য প্রশংসার দাবিদার।”
বৃদ্ধা মা সালেহা খাতুনের আশঙ্কাজনক অবস্থা: সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের অত্যন্ত সফল চিকিৎসা বিস্তারিত। …..
বেলালের স্বাভাবিক জীবনে পুনঃযাত্রা – সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের সহয়তায় বিস্তারিত। …..
- All Cases
- All Chambers
- All Services
- All Social Media Post
- Appointment
- Blog page
- Home Page
- Online Consultation
আরো Trauma Operation নিয়ে জানতে আমাদের নিচের দেওয়া ফেইজবুক পেইজ ভিজিট করুন।









