Trauma Operation – Case Id: T1002 || (হাড়ভাঙ্গা অপারেশন)
সিদ্ধিরগঞ্জের ২৫ বছর বয়সী বেলাল (ছদ্মনাম) অন্য আর দশজন বালকের মতোই ছিল সদা হাস্যজ্জল এবং উচ্চাকাঙ্খি। তাঁর জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু একদিন সানারপাড় এরিয়াতে একটি দুর্ঘটনা ঘটে যা তাঁর জীবনের পথটিকে উল্টে দেয়। রিক্সা উল্টে পড়ে তাঁর পায়ের ৩/৪ টা আংগুল ভেঙ্গে কয়েক টুকরা হয়ে যায় এবং পায়ের রক্তনালী, মাংস এবং চামড়া ক্ষতিগ্রস্থ হয়ে যায়।


বেলালের চিকিৎসার জন্য দ্রুত প্রো-এক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিকেল টিম অবিলম্বে তার ক্ষত পরিষ্কার করে রক্তঝরা বন্ধ করার জন্য ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে তার অবস্থা স্থিতিশীল করে এবং পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি দেয়। একই রাতে এক্সরে করে তার হাড় ভাঙ্গা পর্যবেক্ষণ করে প্রখ্যাত সার্জন সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যার দক্ষতা এবং নিষ্ঠার সাথে বেলালের পায়ে একটি জীবন পরিবর্তনকারী অপারেশন করেন। আলহামদুলিল্লাহ্, অত্যন্ত সফলতার সাথে অপারেশটি সম্পন্ন হয়েছে এবং বেলাল বর্তমানে সুস্থ আছেন।

তার পায়ের সঠিক পর্যবেক্ষণের জন্য সকল দিকনির্দেশনা ও পরামর্শ সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যার বেলালকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ও তাকে মনোবলও দিয়েছেন। আমরা আশা করছি আল্লাহ চাইলে উনার পায়ের ক্ষতিগ্রস্থ চামড়া টিকে যাবে, নয়ত উনার পুনরায় একবার অপারেশন লাগতে পারে যেখানে উনার স্কিন গ্রাফটিং (Skin Grafting) কিংবা ফ্ল্যাপ (Flap Surgery) অপারেশন করা হবে যেখানে তার শরীরের সুস্থ কোন জায়গা থেকে চামড়া এনে ক্ষতিগ্রস্ত জায়গায় লাগানো হবে।
আমরা বেলালের দ্রুত সুস্থতা কামনা করছি একই সাথে সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাঁর দক্ষতা, কঠোর পরিশ্রম এবং প্রফেশনালিজমের জন্য।
সহকারী অধ্যাপক ডা. মোঃ ইমদাদুল হক ভূঁইয়া স্যারের একটি সফল অপারেশন – ৭০ বছর বয়সের কেরানিগঞ্জের সুফিয়া বেগমের বিস্তারিত। …..
- All Cases
- All Chambers
- All Services
- All Social Media Post
- Appointment
- Blog page
- Home Page
- Online Consultation
আরো Trauma Operation নিয়ে জানতে আমাদের নিচের দেওয়া ফেইজবুক পেইজ ভিজিট করুন।









